1 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 100TK. 86 You Save TK. 14 (14%)
Product Specification & Summary
ঋতু আসলে প্ররোচনা বিশেষ। একেক ঋতু একেক প্ররোচনায় প্রকৃতিকে বাধ্য করে ঋতুর বৈশিষ্ট্যে সেজে উঠতে। প্রকৃতির ঠিকঠাক রূপ আসলে ঋতুরই সঠিক অবগাহন। বৈশ্বিক উষ্ণতা ঋতুকে বিপর্যস্ত করছে। ঈষদুষ্ণ ঋতুর চিরায়ত বৈশিষ্ট্য এলোমেলো হয়ে পড়ছে। আর তাই প্রকৃতির স্বাভাবিক ভাষাও যাচ্ছে পাল্টে।
বাংলাদেশ ষড়ঋতুর গর্বে গর্বিতা দেশ। সেই গর্বের আঁচলে টান কি পড়ছে? গবেষকদের কপালে দুশ্চিন্তার রেখা গভীরতর হতে দেখে বুঝি, বিপদ আসন্ন। ভস্মউড়ানিয়া গ্রীষ্ম আজকাল বড় উত্তপ্ত। বরষিত বর্ষা ইকোনমিক্যাল। মরীচিকাবৎ শরৎ অরুণ আলোর অঞ্জলি হারিয়ে ফেলছে। হেমন্তায়োজনে হেমন্ত ছাড়া আয়োজনের দীর্ঘশ্বাস কান পাতলেই শুনতে পাই। শীতার্তে ব্যস্ত না থেকে শীত ঋতু আর্ত উষ্ণতার বাড়াবাড়িতে। আর বসন্ত? বসন্ত কতটুকু আছে কি নেই, এই বহস বসন্তপ্রেমীদের কাঁদিয়ে দেয়।
জলবায়ু পরিবর্তনের বিশ্বব্যাপী বিপদ বাংলার ছয় ঋতুকে চিরায়ত রূপে টিকে থাকতে দেবে কি? ছয় ঋতুর ছয়টি নিবন্ধ বার বার এই সওয়ালের-ই জবাব খুঁজে ফিরেছে। পাঠান্তরে পাঠক নিজেও যুক্ত হবেন, সন্দেহ নেই।