"মনোময়" বইয়ের ফ্ল্যাপের লেখা:
তােমার ভেতরে বসে দেখি তােমার বাইরের রূপ, সময়ের প্রতিরূপ। ভেতরে বাইরে তুমিই অনন্য, একক ও অপ্রতিম। প্রেম আর প্রণােদনায়, দ্রোহ আর ক্রোধে, স্মৃতি-বিস্মৃতির দোলাচলে, মানবিক আর অমানবিকতার নৃশংসতায়, অপ্রেম অাৰু ঘৃণায় আত্মপ্রতিম বাতিঘর-মনােময়। মনােময় আমার আমি হয়ে আমার ভেতরে জেগে থাকা বাতিঘর। জীবন কোনাে মিথ নয়, কঠোর কঠিন বাস্তবতা, সংগ্রাম আর রক্তের স্রোতধারা। থকথকে রক্তে মিশে থাকা স্বপ্নের ভাষ্যকার আত্মপ্রতিম মনােময়। এই আত্মপ্রতিম মনােময় শব্দের উচ্চারণে আলী সিদ্দিকী থাকে আত্মলীন। প্রকাশিত বই: গল্পগ্রন্থ: শঙ্খসােহাগ, নীলমণি, রাজেশ্বরীর দায়, ঘােরবন্দী (২০১৯)। কবিতা: মেঘদ্রোহী সূর্যসখা ।