15 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 740TK. 639 You Save TK. 101 (14%)
Related Products
Product Specification & Summary
৬পৃষ্ঠা ভূমিকা সংবলিত
বাঙালি মুসলমান সমাজে মানবতাবাদি সাহিত্যিকদের মধ্যে ডা. লুৎফর রহমান ছিলেন অন্যতম। উপদেশমূলক প্রাবন্ধিক হিসেবে সমসাময়িক বাংলা গদ্যকারদের মধ্যে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। ১৮৯৭ খ্রিস্টাব্দে বর্তমান মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামে মাতামহ মুন্শী গোলাম কাদেরের গৃহে ডা. লুৎফর রহমান জন্মগ্রহণ করেন। এর আগে বিভিন্ন গবেষক ডা. লুৎফর রহমানের জন্মসাল বিভিন্নভাবে উল্লেখ করেছেন। তবে সম্প্রতি ডা. লুৎফর রহমানের পুত্র নিয়ামত উল্লাহ (জন্ম ১৯১৯)-এর হস্তালিখিত সংক্ষিপ্ত জীবনীতে ডা. লুৎফর রহমানের জন্মসাল ১৮৯৭ খ্রিস্টাব্দ বলে উল্লিখিত হয়েছে। ঐ পা-ুলিপিতে ১৯১৫ খ্রিস্টাব্দকে তাঁর এন্ট্রান্স পাসের সাল বলা হয়েছে। অর্থাৎ লুৎফর রহমান আঠার বছর বয়সে এন্ট্রান্স পাস করেন।
ডা. লুৎফর রহমান হোমিওপ্যাথী চিকিৎসা করে ‘ডাক্তার সাহেব’ নামে জনসাধারণের মাঝে ব্যাপক পরিচিত লাভ করেছিলেন এবং তাঁর প্রকাশিত রচনায় তিনি নিজে এই ‘ডাক্তার’ অভিধাটি তাঁর নামের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। প্রকৃতপক্ষে তাঁর নাম ছিল জরদার লুৎফর রহমান। তিনি ১৯৩৬ সালের ৩১ মার্চ নিজ গ্রাম হাজীপুরে পরলোকগমন করেন।
ডা. লুৎফর রহমানের সাহিত্য ও কর্মজীবনকে মোটামুটি চার পর্বে ভাগ করা যায়। ১. সিরাজগঞ্জ পর্ব (১৯১৭-১৯১৮), ২. চট্টগ্রাম পর্ব (১৯১৮-১৯২০), ৩. কলকাতা পর্ব (১৯২০-১৯২৬) ও ৪. মাগুরা পর্ব (১৯২৬-১৯৩৬)।
তিনি বস্তুনিষ্ঠ লেখার দিকে বেশি মনোযোগী ছিলেন। মানব জীবন, ধর্ম জীবন, উন্নত জীবন, উচ্চ জীবন, যুবক জীবন, মহা জীবন ও মহৎ জীবন নামক প্রবন্ধগুলোই তার ইঙ্গিত বহন করে। এছাড়া তিনি পথহারা, রায়হান, বাসর উপহার, প্রীতি উপহার ও রানী হেলেন-এর মতো উপন্যাসও লিখেছেন। উপন্যাস ছাড়াও তার বেশকিছু ছোটগল্প পাঠকসমাজে সমাদৃত।
এ গ্রন্থে ডা. লুৎফর রহমানের প্রবন্ধ, উপন্যাস, গল্প ও অগ্রন্থিত রচনা মিলে ২৫টি লেখা স্থান পেয়েছে।
প্রবন্ধ - ৭টি, উপন্যাস - ৫টি, গল্প - ৭টি এবং অগ্রন্থিত রচনা - ৭টি।