11 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 330TK. 274 You Save TK. 56 (17%)
Related Products
Product Specification & Summary
১৯২১ সালে প্রবাসী পত্রিকায় উপোক্ষিতা গল্পটি প্রকাশ পায়। এ গল্পের মাধ্যমেই বিভূতিভূষণ সাহিত্যিক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন। ভাগলপুরে কর্ম জীবনের ফাঁকে ফাঁকে তিনি 'পথের পাঁচালী' উপন্যাসটি রচনা শুরু করেন ১৯২৫ সালে। এটি সমাপ্ত হয় ১৯২৮ সালে। এটিই তাঁর প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস। এর মাধ্যমেই তিনি জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। পথের পাঁচালীর দ্বিতীয় অংশ 'অপরাজিত,' লেখেন তিনি পথের পাঁচালীর পরপরই। এই উভয় উপন্যাসেই তাঁর ব্যক্তিজীবনের প্রতিফলন ঘটেছে। পথের পাঁচালী উপন্যাসের কাহিনি দিয়েই বিভূতিভূষণের চলচ্চিত্র জীবনের সূত্রপাত। পথের পাঁচালীর চলচ্চিত্র রূপায়ন দেশে বিদেশে খ্যাতি অর্জন করে। এতে তিনি পুরস্কার ও বিশেষ সম্মাননা লাভ করেন। এরপর বিভূতির 'অপরাজিত' ও 'অশনি সংকেত' অবলম্বনেও চলচ্চিত্র নির্মিত হয়। এসবে তিনি বিশেষভাবে প্রশংসিত হন। 'পথের পাঁচালী' উপন্যাসটি ভারতের বিভিন্ন ভাষায় অনূদিত হয়। এছাড়া ইংরেজি ও ফরাসি ভাষাও রূপায়িত হয়। বিভূতিভূষণ গল্পগ্রন্থও রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হলো 'মেঘমল্লার', 'মৌরীফুল', ও 'যাত্রাবদল'।