ঐশী ভাব,প্রাকৃতিক সৌন্দর্য মাধুরতা ও অনুপম সুর-ছন্দের ঐক্যতানের অপরূপ মনোমুগ্ধকর সমাহার ‘বলন তত্ত্ববলী’।মরমী,বাউল ও আধ্যাত্নিক জগতের দিকপাল মহাধীমান বলন কাঁইজির প্রতিটি বাণীই মানব জীবনের অমূল্য সম্পদ।বাংলা ঐশী গ্রন্থটির পরতে পরতে যেমন রয়েছে যাদুর ছোঁয়া,তেমনি বাণীর ছন্দে রয়েছে আত্নজিজ্ঞাসা ও আত্নমুক্তির দিশাস্বরূপ আত্নজ্ঞান।জাতি-গোষ্ঠি-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্যই রযেছে এতে মনের খোরাক।সঙ্গীতের মূর্ছনায় ঝরে যার স্বর্গীয় আবেশ।মানুষের সমাজ বিনির্মাণে মহামূল্যবান গ্রন্থটির বহুল প্রচার,প্রসার,পঠন-পাঠন কাম্য।
Report incorrect information