আনন্দ বিয়ে করবে না- এ কথা চালু হয়ে গিয়েছিল সর্বত্র। কিন্তু কিছুদিন পর তিথি নামের এক অসম্ভব সুন্দরীকে বিয়ে করলো আনন্দ। শুরু হলো তাদের দ্বিতীয় জীবনের নতুন অধ্যায়। শুরুতেই নব্যসৃষ্ট আবেগ তাদের জীবনে বেগ এনে দিলেও সময় পরিক্রমায় নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হতে হয় তাদের; যার ফলশ্রুতিতে তারা দারুন এক অনিবার্যতার সম্মুখীন হয়। সংসারে টানাপোড়েন ও নানাবিধ জটিলতা থেকে তারা মুক্তি পেতে চায়; চায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে। অবেশেষে পথ পরিক্রমায় শেষ- মেশ এক অপূর্ব নাটকীয়তায় আনন্দ ও তিথি ফিরে আসে স্বরুপে। জীবনের রূপ- রস-গন্ধ ও স্পর্শে বিমোহিত হয়ে পুনরায় তারা দ্বিতীয় জীবনের স্বার্থকতা খোঁজার লক্ষ্যে হন্যে হয়ে ওঠে।