2 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 550TK. 492 You Save TK. 58 (11%)
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Related Products
Product Specification & Summary
''রবীন্দ্রনাথের দিনরাত্রি ও ছিন্নপত্রাবলী" বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা :
রবীন্দ্রনাথের 'ছিন্নপত্রাবলী' ইতোপূর্বে প্রকাশিত 'ছিন্নপত্র' গ্রন্থের পত্রাবলী সম্বলিত একটি সংকলিত গ্রন্থ। এই পত্রাবলী রবীন্দ্রনাথ তাঁর বড়ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে লেখা। ইন্দিরা দেবী বিদুষী ছিলেন। বয়সে অনেক ছোট হলেও রবীন্দ্রনাথের লেখা চিঠিগুলো তিনি বুঝতে সক্ষম হতেন। ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে এ চিঠিগুলো লেখা হলেও মূলত রবীন্দ্রনাথ নিজের জন্যেই তা লিখেছিলেন। এই চিঠিগুলো অনেকাংশে ডায়েরির অভাব পূরণ করেছে, যদিও রবীন্দ্রনাথ এ চিঠিগুলোকে ডায়েরি বলতে চান নি। ছিন্নপত্রাবলীতে মোট পত্রের সংখ্যা ২৫২। এগুলোর মধ্যে শিলাইদহ থেকে ৯৩, সাজাদপুর ৪৪, পতিসর, কালীগ্রাম, নাটোর ২০। এ গ্রন্থে আরো চিঠি রয়েছে যা অন্যত্র থেকে লেখা। এগুলোর মধ্যে বোয়ালিয়া, বালিয়া, কটক, কলকাতা, বোলপুর, লণ্ডন প্রভৃতি অঞ্চল থেকে লেখা চিঠিগুলোও অন্তর্ভুক্ত হয়েছে। আমরা এখানে কেবল বাংলাদেশের শিলাইদহ, সাজাদপুর, পতিসর, কালীগ্রাম, কুষ্টিয়া অঞ্চল থেকে লেখা চিঠিগুলো অন্তর্ভুক্ত করেছি।
১৯৬০ সালে রবীন্দ্র শতবর্ষ পূর্তি উপলক্ষে সেপ্টেম্বর ১৮৮৭ সাল থেকে ডিসেম্বর ১৮৯৫ সাল পর্যন্ত বড় দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কথা রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা চিঠিসমূহ 'ছিন্নপত্রাবলী' নামে প্রকাশিত হয়। বিশ্বভারতী গ্রন্থণ বিভাগ কলকাতা কর্তৃক প্রকাশিত এই গ্রন্থে উল্লেখ করেন রবীন্দ্রগ্রন্থ পূর্বোক্ত আট বছরে যেসব চিঠি লিখেছিলেন তা এখানে অন্তর্ভুক্ত হয়েছে দেখা যায়। ইন্দিরা দেবী প্রায় অধিকাংশ চিঠির সারাংশ দুটি বাঁধানো খাতায় স্বহস্তে নকল করে রবীন্দ্রনাথকে উপহার দিয়েছিলেন।