আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
চৈত্রের সন্ধ্যা। আকাশে আবির। মতিঝিল অফিস-পাড়ার একটি ব্যাংক থেকে ক্লান্ত পদক্ষেপে বের হল জুয়েল। মাসের শেষ। ওভারটাইম করে করে ক্লান্ত। তবুও কাজের শেষ নেই যেন।
কোথায় যাবে? ঢাকা শহরে চেনাশোনা তেমন কেউ নেই। মাত্র দু'বছর হল চাকরিতে জয়েন করেছে। একটা মেসে থাকত প্রথম দিকে। তারপর গত ছ'মাস ধরে দূর সম্পর্কের এক খালার বাড়িতে স্থান নিয়েছে। মোহাম্মদপুরের একটি ছোট্ট বাড়িতে একগাদা ছেলে-মেয়ের মধ্যে থাকতে ভাল লাগে না। ত্রিভুবনে তাঁর আপন কেউ নেই। অবহেলা-অনাদরে মানুষ চাচাবাড়িতে। মফস্বল শহরের টিনের চালার নিচে রাশি রাশি স্বপ্ন সম্বল করে স্কুল-কলেজের সমুদ্র পাড়ি দিয়েছে। বরিশালের বি.এম. কলেজ থেকে এ্যাকাউন্টিং-এ মাষ্টার্স করে কিছুদিন স্কুলে মাস্টারি করেছে। তারপর হঠাৎ করেই এই প্রাইভেট ব্যাংকে চাকুরিটি সে পেয়ে যায়। হাজার হাজার ক্যান্ডিডেটের মধ্যে তার সম্বল ছিল শুধু রেজাল্ট। মামার জোর, তদ্বির-সুপারিশ কিছুই ছিল না। এতিম ছেলের ওপর আল্লাহ্ দয়া। জুয়েল ভেবে নিয়েছে।