Category:সমকালীন উপন্যাস
নওয়াব ইউসুফ রোড যেখানে দীর্ঘশ্বাস ফেলে ফুরিয়ে গেছে, সেখান থেকেই শুরু হয়েছে বাবুবাজার ব্রিজ। দ্বিতীয়ার চাঁদের মতো ঈষৎ বেঁকে গিয়ে ওই ব্রিজ ঝুলন খেলছে বুড়িগঙ্গার ওপর। তারপর খানিকটা রয়েসয়ে আগানগরের পেট ফুঁড়ে চলে গেছে কদমতলার চৌরাস্তায়। সেখানে কোন পথের মাথা না লেজে ঢুকে পড়ে ভালোরকম ভজঘট বাধিয়েছে।
এই চৌরাস্তার পথঘাটের ভুলভুলাইয়ায় চক্কর খাওয়ার পূর্বে বেশকিছু কিস্সা-কাহিনির জন্ম হয়েছিল। সেইসব কিস্সা ছিল বাবুদের আর বিবিদের-প্রাচীন এক নগরের। চমক-দেখানো ঠমক-লাগানো এক শহর! উদ্ভিন্নযৌবনা নগরনটিনী। ওই নগরনটীর রক্তচক্ষু উপেক্ষা করেই কিনা বাবুবাজার ব্রিজ নদী পেরিয়েছিল। আর যোগসূত্র হয়েছিল ধুলামলিন এক শহরতলির। পেছনে ফেলে এসেছিল জেল্লাদার শহর। নয়নে ধন্দ লাগিয়ে দেওয়া সুরম্য নগরী। নওয়াব সাহেবের নিস্তেজ পথকে হঠাৎ চলমান হতে দেখে ওই নগর তখন থমকে দাঁড়িয়েছিল।
Report incorrect information