"রুপালি কফিন" বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
যাপিত জীবনের বাস্তব সত্য পংক্তিতে উঠে আসে যখন, তখন কবিতাও জীবন্ত হয়ে ওঠে, পাঠকের সাথে ঘটে আন্তরিক সংযােগ। ‘রুপালি কফিন' গ্রন্থেও তেমনি উঠে এসেছে কবির জীবনের বাস্তব উপলব্ধির নানা ক্ষেত্র। জীবন শুধু সুখময় নয়, বরং প্রতিনিয়ত দুঃখকে সাথী করে সামনে এগুতে হয়, সেই কথাই কবি বলেছেন কবিতায় সহজ ভঙ্গিতে, কখনাে-বা প্রতীকীভাবে। কাব্যে প্রকৃতিই হয়ে উঠেছে তার প্রধান আশ্রয় । তবে অলঙ্কার ব্যবহারে কবি যতটা না সচেতন ছিলেন, তারচেয়ে বেশি সচেতন ছিলেন নিজের ভাবকে নির্মোহভাবে ফুটিয়ে তুলতে। তাই কবিতায় কবির যে অভিব্যক্তি পাঠকের কাছে তা দুর্বোধ্য মনে হয় না। আর এখানেই কবির সার্থকতা।