নীল একটা রঙ তবে এখানে রঙ নয়। নীল একটা ছেলের নাম। অনার্স প্রথম বর্ষের ছাত্র নীল। মিরপুর এলাকায় ছোট্ট একটা বাসা নিয়ে থাকে। সঙ্গে থাকে নীলের বাবা জনাব লুৎফুর রহমান ও মা নিশিকা বেগম। বাবা মায়ের একমাত্র ছেলে নীল। নীলদের আসল বাড়ি কুমিল্লা। নীলের বাবা বাইং হাউজের চাকুরিজীবি। মা সেলাই মেশিনের কাজ করেন। খুব সুন্দর সংসার নীলদের।
বাবা মা দুজনেরই আদরের সন্তান নীল। বাবা মায়ের অনেক আশা নীলকে মানুষের মত মানুষ করে শিক্ষিত করে গড়ে তোলার ও তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করার। কোনোভাবে কোনো কষ্টের বা দুঃখের ছোঁয়া যেন নীলের গায়ে না লাগে। প্রত্যেক বাবা মা তাই চায়। কিন্তু সব আশা কি পূরণ হয়? দেখা যাক নীল কতদূর এগিয়েছে। মা বাবার আশা কতটা পূরণ করতে পারলো নীল। কোনো দুঃখ নীলকে ঘিরে রেখেছে কি না।