লাটিমের মত চককর দিতে দিতে চলছে গাড়িটা। এক নাগাড়ে বেশ কিছু ওপরে উঠতে উঠতে আবার নিচে নামার পালা।
এ রকম চলছেই। প্রতিবারই টান টান উত্তেজনা নিয়ে ঝক্কিটা সামলাতে হচ্ছে।
এবারও নামার আগ দিয়ে প্রস্তুত হয়ে গেল সজল। সামনের সিটে যাতে মাথা ঠোক্কর না খায় সে লক্ষ্যে দুহাত দিয়ে সিটটা ঠেলে ধরে থাকল।
এবার আবার উপরে ওঠার পালা।
গাড়ির ভিতরে সবাই টানটান হয়ে আছে। কেউ কারো দিকে তাকানোর অবস্থায় নেই। সজল তবুও আড় চোখে বাম দিকে একবার তাকালো। তাকিয়েই আবার তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিল সে। মাথার উপর চাদর ফেলে দিয়ে গুটিশুটি মেরে বসে আছে দুজন। শমরিতা আর আবির। গাড়িতে ওঠার পর থেকে এভাবেই আছে। দু'ঘন্টা ধরে বাসটা চলছে। ওদের কোন নড়ন চড়ন নেই।