b"মধ্যরাতের ডুব" বইয়ের সংক্ষিপ্ত কথা: br/b
কবিতা যে মানুষের ভিতরকার এক জিনিস সে কথা মানুষমাত্রেই স্বীকার করতে বাধ্য। ফলে কবিতায় কবির মানস ও চিন্তাধারা একেকবারে একেকরূপে হাজির হয়। বিবিধ বৈষম্যের কথা বলে। যেমন হাজির হয়েছেন কবি ‘রুকাইয়া মাবরুরা’ তার ‘মধ্যরাতের ডুব’ নিয়ে।
brbr
এই বইতে কবির কবিতায় যে অজস্র ভাবনা, বোধ ও দর্শনের সঙ্গে পাঠক অন্তরঙ্গ হবেন, তা থেকে পাঠক সহজেই উপলব্ধি করবেন ইসলাম, মুহাব্বত, দহনবোধ ইত্যাদির ক্ষেত্রে কবির কী গহীনে বিচরণ!