বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
"মারিবার হলো তার সাধ" বইটিতে লেখা শেষের কথা: ব্যাপারটা যখন শুরু হয় প্রচণ্ড ঘামতে থাকে তাহিতি। তার চারপাশ অন্ধকার হয়ে আসে, সেই সঙ্গে দেখা দেয় তীব্র মাথাব্যথা। পরক্ষণে চোখের সামনে ভেসে ওঠে কতগুলাে আবছা অবয়ব-দেখা মেলে নৃশংস কোনাে দৃশ্য কিংবা নারকীয় শব্দ। নিজের এই রােগের কথা কাউকে বােঝাতে পরে না সে, গভীর অসুখ বয়ে বেড়ায় মুখ বুজে।
এদিকে ঢাকার বুকে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর এক সিরিয়াল কিলার, সুন্দরি তরুণীদের তুলে নিয়ে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করাই যার কাজ।
হােমিসাইড ডিপার্টমেন্টের অফিসার অনিমেষ সূত্রধর বেকায়দায় পড়ে যায় এই সিরিয়াল কিলার কেসের কোনাে সূত্র খুঁজে না পেয়ে।
অসুস্থ মানসিকতার একদল মানুষ একত্রিত হয়েছে, তাদেরকে ঘিরে রচিত হয়েছে। এই অন্ধকারের উপাখ্যান, যা একই সঙ্গে পৈশাচিক এবং রােমাঞ্চকর। কিংবা একে আপনি টান টান উত্তেজনাকর এক প্রতিশােধের কাহিনিও বলতে পারেন।
প্রিয় পাঠক, এই অন্ধকার জগতে আপনাকে স্বাগত জানাচ্ছি।
Report incorrect information