মিলনরা এই বাড়ির নিচ তলায় থাকে। বাড়ির সামনে কয়েকটি বালির বস্তা রাখা আছে। মিলন বালির বস্তার উপর বসে আছে। তাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। মনে হচ্ছে, সে বড় কোন সমস্যায় পড়েছে। রাত দশটা বাজে। এখনও সে মন খারাপ করে তাদের বাড়ির সামনে পড়ে থাকা বালির বস্তার ওপর বসে আছে। এই মিলন। তুই এখানে বসে আছিস কেন? বাসায় আয়। বাসায় যাবোনা আখি আপু। তুই চলে যা। তোর কী হয়েছে? পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে? পাশ করতে পারিসনি? না।
এজন্য এখানে মন খারাপ করে বসে আছিস? বাসায় আয়। বলেছি না বাসায় যাবোনা। তুই চলে যা।
আখি চলে গেল। মিলন রুমাল দিয়ে তার চোখের পানি মুছলো। সে দেখলো মিনা আসছে।
মিনা বলল, এত রাতে এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি বাসায় আয়। মিলন বলল, বাসায় যাবনা। ভাল লাগছেনা।
মিনা মিলনের হাত ধরে বলল, বাসায় আয়। এত রাতে এখানে বসে আছিস কেন? লোকে খারাপ বলবে।
মিনা মিলনের হাত ধরে বাসায় নিয়ে আসলো।