ফ্ল্যাপ থেকে:
মেয়েটি এবার বলল, চলুন না। কোনো ফাঁকা গলির ভেতরে যাই। যেখানে অনেক কথা বলতে পারবো।
আমি গলির ভেতর যাচ্ছি আর ভাবছি, মেয়েটিকে যদি প্রেম করে বিয়ে করি বাবা-মা কি কিছু বলবে? কেন বলবে? কত সুন্দর! তারপর আবার মেডিকেলের ছাত্রী। '
মেয়েটি বলল, 'আপনি কিছু ভাবছেন না তো?'
কই না তো। বলতেই মাথায় একটু আঘাত অনুভব করলাম। জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল দেখলাম হাসপাতালের বেডে। অ্যাপ্রোন পরা একটি মেয়ে আমায় ডাকছে। আর বলছে, ভাইয়া ওষুধটা খেয়ে ঘুমান। আমি জোরে চিৎকার দেই। আর বলি, ছিনতাইকারী। এবার দেখি সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। কী ব্যাপার! সব বুঝে ফেলল নাকি আমি যে প্রেমের কারণে হাসপাতালে!