“রুফাস” বইটির ফ্ল্যাপে লেখা কিছু কথাঃ
গরম কাল। মাথার উপর গনগনে সূর্য। বাবা ফিরছেন বাজার থেকে। সঙ্গে রুফাস। রুফাস খুব মনােযােগ দিয়ে বিস্কুট খেতে খেতে আসছে। নাবিস্কো বিস্কুট। শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাবা আবার বিস্কুট ছুড়ে দিচ্ছেন। ক্রিকেট ধারাভাষ্যকারদের ভাষায় ‘আনবিলিভেবল ক্যাচের মত রুফাস সেটি ধরছে অসামান্য দক্ষতায়। দেখার মত দৃশ্য।