"কথাটি ছিল" বইটি সম্পর্কে কিছু কথাঃ
কথার্টি ছিল রুদ্র গােস্বামীর অনন্য একটি সৃষ্টি কবিতার বইটিতে কবিতাগুলাে রােমাঞ্চে ভরা । তার অন্যান্য কবিতার বইয়ের মতই অসাধারণ! এক কথায় ভালােলাগার বই, ভালবাসার বই, মন ভালাে করার বই, মন ভালাে রাখার বই! রুদ্র গােস্বামীর কবিতার বইগুলাে যে পড়বে সে কবিতা পড়ার প্রেমে পড়ে যাবে।