গালে এলোমেলো দাড়ি। পরনে টুকরা-টাকরা
রঙিন কাপড়ের জোব্বা। কিশোর সাগরেদ
আর মানুষের মতো-কথা বলা কুকুরটাকে
নিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রাম-গ্রামান্তরে।
তার জাদু দেখে আবেশে অবশ হয়ে যায় গ্রামীণ দর্শকের সবন হৃদয়। এ সময় হঠাৎ কাকতালীয়ভাবে ধরা পড়ে আট-আটখানা সাইকেল হাপিস করা হাঁদু মাইতি। সবাই ভাবে, জাদুমন্ত্রের জোরেই ধরা পড়েছে এই সাইকেল চোর। জাদু ওস্তাদের কাজে খুশি হয়ে তাকে পুরস্কার দিতে চাইলেন দারোগা। প্রশংসার ধ্বনিতে ধন্য ধন্য পড়ে যায় চারদিকে।
শহরের নিশ্চিত জীবন ছেড়ে ম্যাজিকের শিকড়সন্ধানে ঘুরে বেড়ানো নির্লোভ জাদু ওস্তাদ যে মুগ্ধ করবে পাঠককে দীপ মুখোপাধ্যায় এ বইয়ের আগাগোড়া জুড়ে তারই চমৎকার আয়োজন করেছেন।