বাবা হওয়া কঠিন কাজ। মেয়ের বাবা হওয়া আরও কঠিন। বাবারা হলেন পর্দার আড়ালের কারিগর। ইংরেজিতে যাদের বলা হয়। "Unsung Hero"।
মানুষ মায়ের অবদানের কথা বারবার বলতে গিয়ে বাবার অবদানের জন্য আর জায়গা রাখে না। সৃষ্টিকর্তা মায়েদের আবেগ প্রকাশের অসাধারণ একটা ক্ষমতা দিয়েছেন যা বাবাদের দেন নি। কেন তিনি এ বৈষম্য করলেন কে জানে।
পরিবারকে যদি একটা বাড়ি ধরা হয়, তাহলে মা এর চার দেয়াল। আর বাবা হল উপরের ছাদ। প্রিয়তীর চার দেয়াল নেই, খালি ছাদটাই আছে। আর আছে একটা পিলার।