Category:শিশু-কিশোর গল্প
Get eBook Version
TK. 34নিশ্চিত ১টি বই ফ্রি সাহিত্যদেশ এর ৫০০+ টাকার বই অর্ডার করলে
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার এর লেখা ‘তুমি আমার স্কুল’ একটি শিশুতোষ গল্পের বই। বইটিতে পাঁচটি গল্প সূচিবদ্ধ করা হয়েছে। এগুলো হল- র্পার শিঙের গল্প, নুসরাতের একটি ভোর, খালামণির কোয়েল দুটো, তুমি আমার স্কুল এবং বাঁধনহারা নদী। শিশু-কিশোরদের মনে খেলা করে নানা প্রশ্ন, নানা কৌতুহল। কল্পনার জগতে ভর করে তারা সাত সমুদ্র তের নদী পার হয়। রাজা, রাণী, রাজপুত্র কিংবা ভূত পেতœীর গল্প শুনতে ভালোবাসে। কিন্তু এর বাইরেও তাদের এমন কিছু গল্প বা বিষয় সম্পর্কে সচেতন করে তুলতে হয়, যা শুনে তারা সচেতন হয়ে উঠতে পারে। এমন সচেতনতার গল্প খুব একটা পাওয়া যায় না। সেক্ষেত্রে মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের এই গল্পের বইটি প্রাধান্য পাবে। বেশ কিছু বাস্তব ঘটনাকে কেন্দ্র করে এই গল্পগুলো লেখা হয়েছে। নানা ধরণের ভ্রান্ত শিক্ষা থেকে দূরে থাকতে ও এ বিষয়ে সচেতন হতে শিক্ষা দেবে বইটি। এ বইয়ের প্রথম গল্প অর্পার শিঙের গল্প। ছোটবেলায় আমরা সবাই মাথার সাথে মাথায় আঘাত লাগলে আবার নিজের মাথার সাথে মাথা মিশাতাম এবং বলতাম যে, তা না হলে মাথায় শিং গজাবে। এটা একটি কুসংস্কার। আর এই ছোট অথচ মজার বিষয়টিকে নিয়ে লেখা হয়েছে গল্পটি। ‘খালামণির কোয়েল দুটি’ একটি অবুঝ ছেলের গল্প। যে ছেলেটি কোয়েল পাখিদের গরম থেকে রক্ষা করতে গিয়ে তাদের ফ্রিজে ভরে রাখে। ফলে ফ্রিজের ঠান্ডায় মারা পড়ে কোয়েল। এছাড়া এ বইটির শিরোণামের যে গল্পটি তার নাম হল- আমর স্কুল। এ গল্পে ফাবিরকে স্কুলের শিক্ষক ও বন্ধুরা খুব হিংসা করে কারণ ফাবির ধনীর সন্তান। তার সাথে কেউ তেমন একটা চলে না। এবং তাকে কেউ তেমন একটা সহযোগিতাও করে না। এ কথা তার মাকে বললে তার মা তাকে বলে, তোমার যতো প্রয়োজনের কথা আমার কাছে বলবে। আমি তার সমাধান করে দেবো। এরপর থেকে ফাবির তার মাকে স্কুল বলে মনে করে। ছোট ছোট বাক্য এবং অল্প কথার বর্ণনার মধ্য দিয়ে এ গল্পগুলো লেখা। এ বইয়ের গল্প পড়তে পড়তে এক ধরণের সচেতনতা ও বুদ্ধি বিকাশে পথ প্রসস্থ হবে।
Report incorrect information