আজকাল সবাই হিসাব করে বাঁচে। হিসাব করে খায়, হিসাব করে হাসে, কাঁদে। খরচ তো হিসাব করে করতেই হয়। এমনকি প্রেমটা পর্যন্ত করে হিসাব করে প্রেমে পড়ার আগেই দেখে নেয় প্রেমিক/প্রেমিকার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা আর কিছু না হলেও মেধা। হয়তো তাই মানুষ বিচ্ছিন্ন দ্বীপের মত জীবন যাপন করে আজকাল। সত্যিই কি তাই? নিম্নমধ্যবিত্ত ঘরের ছেলে হাসিবকে নিয়ে স্বপ্ন দেখে বাবা-মা ভাই বোন। আকাশ পাতাল স্বপ্ন দেখে প্রেমিকা মিশুও। এত মানুষের স্বপ্নের মাঝে হাসিবের নিজের কোনো স্বপ্ন থাকে না। হাসিবের বস কর্পোরেট কর্মকর্তা মিলার কর্মজীবনটা যতটা ঊর্ধ্বগামী স্বামী সংসার নিয়ে ব্যক্তিজীবনটা ঠিক ততটাই নিম্নগামী। সামাজিক অর্থনৈতিকভাবে ভিন্ন এবং অসমবয়সী দুই মানব-মানবীর আধেক জীবন নষ্ট করে নিজেদের চেনার গল্প জীবন আধেকলীন।