বিশ মিনিটের পরিসরে কী ঘটে মানুষের জীবনে! কত কিছুই ঘটতে পারে, ঘটেও। তবু কারো কারো কাছে বিশ মিনিট পাথরের মতো অনড়, ভারবাহী। জীবনে চলার পথে ধাপে ধাপে লুকিয়ে থাকে অজস্র চমকপ্রদ, বিব্রতকর পরিস্থিতি। তখন মানুষ নিজেকে কতটাই বা নিয়ন্ত্রণ করতে পারে। সবার মাঝে থেকেও ব্যক্তিমানুষের একাকিত্ব ঘোচে না, ঘুচতে চায় না। পরিবার-সমাজ-রাষ্ট্র যে পরিসরেই অবস্থান করুক না কেন, শেষ বিচারে মানুষ সবসময় একা। পৃথিবীতে তার আগমন ও আমৃত্যু সংগ্রাম একাকিত্বের ঊর্ধ্বে নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এক দম্পতির একটি দুপুর থেকে মাঝরাত পর্যন্ত ঘটে চলা বিভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সেই পরিবারের কয়েকজন সদস্য। ডায়াগনসিস সেন্টারে অসুস্থ মানুষের মস্তিষ্কের হালহকিকত নির্ণয়ের ব্যবস্থা থাকলেও তার মনোগহিনের অতল সীমার সন্ধান কে পায়! পাওয়া কি যায়! বিশ মিনিট সেই উপন্যাস যেখানে নেই কোনো সংলাপ, ঘটনার ব্যাখ্যা। প্রচলিত রীতিকে উপেক্ষা