কথাতো সেটাই বিধবা পুর্নবিবাহ আইন পাশ হতে পারে। সতীদাহ প্রথার আইন বাতিল করতে পারে। তাহলে উত্তরাধিকার আইন উভয়ের সমান অধিকার পাশ করলে সমস্যা কী? পূজা বলল।
কিছু সমস্যা আছে। মনে কর কোনো হিন্দু নারী অন্য কোন ধর্মের ছেলেকে বিয়ে করলো। সেক্ষেত্রে নারীদের জায়গার ভাগ অন্য কোন পুরুষদের হয়ে যাচ্ছে। সম্পদ চলে যাচ্ছে অন্য ধর্মের মানুষের কাছে। পল্লবী বলল।
এক্ষেত্রে একটা আইন করা যেতে পারে। কোন নারী অন্য ধর্মান্তরিত হয়ে বিয়ে করলে জায়গা পাবে না। তার জায়গা তার ভাইয়ের হয়ে যাবে। মুক্তি বলল। যদি সে বিয়ের আগে জমি নিয়ে বিক্রি করে। অন্য ছেলেকে বিয়ে করে পালিয়ে যায়। টুটুল বলল। আচ্ছা যদি অন্য ছেলেকে পালিয়ে বিয়ে করে তাতে সমস্যা কী। সেটা তার ব্যক্তি জীবনে। বিড়াল ঘরে
প্রবেশ করে। তার মানে এই নয় মাছ খাওয়া বাদ