"অগ্নিবীণা "বইটির শেষের ফ্লাপের কিছু কথা:
অগ্নি-বীণা-র রিভিয়ু বেরিয়েছিল বঙ্গীয় মুসলমান। সাহিত্য পত্রিকা (মাঘ ১৩২৯), ‘প্রবাসী’ (মাঘ ১৩২৯), 'বঙ্গবাণী' (শ্রাবণ ১৩৩১) প্রভৃতি পত্রিকায়। কাব্যগ্রন্থটি সর্বত্র সমাদৃত হয়েছিল। সমসাময়িক আবহ উপলব্ধ হবে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা থেকে একটুখানি উক্কলনে : ‘এতদিন বাংলার কাব্যকুঞ্জে প্রেমের কবিতাই অজস্র ফুটিত, বীর-বীণার ঝংকার কৃচিৎ শুনা যাইত। কিন্তু অগ্নি-বীণা-র প্রত্যেকটি কবিতাই বীরত্বব্যঞ্জক – মরণােন্মুখ জাতির প্রাণে নব উদ্দীপনার সঞ্চার করিবে।