আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
ঐতিহাসিক ছয় দফাভিত্তিক কিশোর উপন্যাস ‘স্বাধীনতার সাঁকো’। উপন্যাসটি লিখেছেন―বিশিষ্ট শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ। ছয় দফা বিষয়টি অনেকের কাছে পরিচিত মনে হলেও এ সম্পর্কে পরিষ্কার ধারণা অনেকেরই নেই! ছয় দফার মধ্য দিয়ে স্বাধীনতার পথ সুগম হয়েছিল। ফলে স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে জানতে ছয় দফা সম্পর্কে থাকতে হবে সঠিক ধারণা।
১৯৬৬ সালের ছয় দফা দাবি পেশের পর তফাজ্জল হোসেন মানিক মিয়াকে সাথে নিয়ে শেখ মুজিবুর রহমান লাহোর থেকে ফিরছেন। এ সময় যেসব প্রস্তাব করা হয়েছিল : প্রস্তাব-১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি, প্রস্তাব-২. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, প্রস্তাব-৩. মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা, প্রস্তাব-৪. রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা, প্রস্তাব-৫. বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা, প্রস্তাব-৬. আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।
‘লেখকের কথা’য় ঔপন্যাসিক ফারুক নওয়াজ লিখেছেন―‘পাকিস্তানি শাসন আমলে, ১৯৬৬ সালে বঙ্গবন্ধু বাঙালির মুক্তি সনদ ছয় দফা ঘোষণা করেন। এই ছয় দফায় বাঙালির স্বাধীনতার আলো লক্ষ করা যায়। বঙ্গবন্ধু তাঁর প্রিয় শিষ্যদের উদ্দেশ্য করে বলেছেন, এই ছয় দফা স্বাধনিতার সাঁকো। এই সাঁকো দিয়েই বাঙালি স্বাধীনতার দিকে এগিয়ে যাবে।’
উপন্যাসটি ঋভু নামের এক কিশোরকে ঘিরে লেখা হয়েছে। ঋভু মেধাবী ছাত্র। ক্লাস সিক্সের ফার্স্ট বয় সে। ওর দাদা মুক্তিযুদ্ধের একজন কমান্ডার ছিলেন। কিন্তু ওর বাবা তখন এতই ছোট ছিল যে, তার পক্ষে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ নিয়ে তার বাবার অনেক আফসোস। সে যদি তখন বড় থাকত তবে সেও মুক্তিযোদ্ধা হতে পারত। কিন্তু তারা বাবা-ছেলে দুজননেই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ঋভু আর তার বাবার স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নানা কথোপকথন হয়। তারা মুক্তিযুদ্ধ স্বাধীনতার স্মৃতিবিজড়িত স্থানগুলোতে যায়। এভাবেই ছয় দফার ইতিবৃত্তসহ মুক্তিযুদ্ধের নানা ঘটনাপ্রবাহ উঠে আসে।
ঐতিহাসিক উপন্যাসের ক্ষেত্রে ইতিহাস ঠিক রেখে নানা চরিত্র ও ঘটনাকে কাল্পনিকভাবে উপস্থাপন করা যায়। আর এ পদ্ধতিটিকেই অবলম্বন করে ফারুক নওয়াজ উপন্যাসটিকে নিপুণভাবে গেঁথেছেন শব্দে শব্দে, বাক্যের কারুকাজে। শিশু-কিশোররা যাতে দেশপ্রেমিক ও ইতিহাস সচেতন হয়ে ওঠে তার জন্য এমন বই পাঠ তাদের জন্য জরুরি।