'একটি চিত্রকর্মের ভেতর ফুটিয়ে তোলা দৃশ্যে থাকে রেখা, রং আর আলো-আঁধারের সমাহার। এতে আরো থাকে অনেক না-বলা কথা, গন্ধ, উচ্চারণ, ইঙ্গিত, ইশারা, আবেগ, শব্দ, সুর আর প্রতীকী অনুষঙ্গ। কে শিল্পকে কীভাবে দেখছেন, ভাবছেন, অনুভব করছেন, অথবা এর দ্বারা উদ্বুদ্ধ হচ্ছেন, তা অর্থাৎ মূল্যায়নের ব্যাপারটি হিসাব- নিকাশ কষে হুবহু প্রকাশ করা অসম্ভব। শিল্পীর চোখে দেখা ভুবনের সঙ্গে যুক্ত হয় তার বুকের গহিনে খেলা করা আবেগ, কল্পনা, স্বপ্ন, প্রত্যাশা, প্রাপ্তি-বঞ্চনা আর সম্ভাবনার অদ্বৈত সমাহার। কিন্তু এতেই সেটির আবেদন পূর্ণ হয় না। কেন? কারণ, যে এর দর্শক বা দ্রষ্টা, তার অনুভবে-চিন্তায় এর স্বকীয় ব্যঞ্জনা যদি অনুরণিত না হয়, তাহলে শিল্পী আর শিল্পের অনুরাগীর যোগাযোগ ঘটে না। একেকটি চিত্রকর্মের অন্তরালে মানবজীবনের কত ঘটনা, কাহিনি, প্রসঙ্গ লুকিয়ে থাকে