"প্রফেসর চ্যালেঞ্জার সমগ্র" বইয়ের পেছনের কভারে লেখা:স্যার আর্থার কোনান ডয়েল একজন অনবদ্য গল্পকার। রহস্য-গল্পের সাথে সাথে কল্পবিজ্ঞানের গল্পেও সমান মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। বিশ্ববিখ্যাত গােয়েন্দা শার্লক হােমৃত্ তাঁর রহস্য-গল্পের একচ্ছত্র নায়ক আর কল্পবিজ্ঞানের কাহিনির কেন্দ্রীয় চরিত্র বয়ােপ্ৰবীণ বৈজ্ঞানিক প্রফেসর জর্জ এডওয়ার্ড চ্যালেঞ্জার। প্রফেসর চ্যালেঞ্জারের কাহিনি রহস্য-রােমাঞ্চের পাঠকবর্গের স্বাভাবিক আকাঙ্ক্ষাকে পরিতৃপ্ত করবে।