জন্মের পরপরই মানুষের মনে এক ধরনের তেষ্টা শুরু হয়। জগৎ দেখার তেষ্টা। সে তেষ্টা নিয়েই মানুষ বড় হয়। দিন যত ফুরোতে থাকে মানুষের সে তেষ্টার সাথে যােগ হতে থাকে সুখদুঃখ, হাসিকান্না, আনন্দ-বেদনা আর পাওয়া না পাওয়া। এইসব নিয়েই মানুষ বাঁচতে ক্ষ করে, বেঁচে থাকে।
মানুষের এই বাচতে শুরু করায়, বেঁচে থাকায় আলাে আসে, অন্ধর আসে। কখনাে আবার আলাে নিতে গিয়ে আসে শুধুই অন্ধকার। যে অন্ধকারে মানুষ কাঙাল হয়ে আলো খুঁজে। শিশিরের মতেনি একফোঁটা আলো। যে আলো দূর করে দেবে তার জীবনের সকল অন্ধকার, মুছে দেবে কলাে।
এই অন্ধকার দূর করার জন্য , কালাে মুছে ফেলার জন্য মানুষ কত কী-ই না করে কিন্তু এক জীবনে কী মানুষ তার জীবনের সকল অন্ধকার দূর করতে পারে। সকল কালো মুছে ফেলতে পারে। পারে না। কখনােই পারে না। পারে না বলেই মানুষ তার তেষ্টা দূর করতে পারে না। জগৎ দেখার তেষ্টা, একফোঁটা অলিরি তেষ্টা।