43 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 600TK. 539 You Save TK. 61 (10%)
Related Products
Product Specification & Summary
‘আমার ছোটবেলা ১৯৭১ এবং বাবা তাজউদ্দীন আহমদ’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় নেতা তাজউদ্দীন আহমদ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম। তাঁর জীবন, দর্শন ও কর্মধারা নিয়ে এ দেশে অনেকেই লিখেছেন। তাঁর কন্যা সিমিন হোসেন রিমিও নিজস্ব অনুভব থেকে লিখেছেন আমার ছোটবেলা, ১৯৭১ এবং বাবা তাজউদ্দীন আহমদ গ্রন্থটি। ইতিহাস তার নিজস্ব গতিধারায় প্রবহমান। কিন্তু সময়ে সময়ে তার অজানা পর্ব বা প্রেক্ষাপট দৃশ্যমান করে তুলতে হয়। সিমিন হোসেন রিমি বাবা তাজউদ্দীন আহমদকে পেয়েছেন স্বল্প সময়। কিন্তু দেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী দিনগুলোর প্রেক্ষাপটে তাঁকে অনুভব করেছেন নিবিড়ভাবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা এবং ৩ নভেম্বর জেলখানায় তাঁর পিতা তাজউদ্দীন আহমদসহ চার জাতীয় নেতার হত্যাকাণ্ডের ঘটনা তাঁর মনকে গভীরভাবে নাড়া দেয়। তাঁকে উদ্বুদ্ধ করে মর্মান্তিক এসব ঘটনার পেছনের ষড়যন্ত্র বা রহস্য আবিষ্কারে। এই বইয়ে তিনি নিজের ছোটবেলার পাশাপাশি এ দেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাবা তাজউদ্দীনের স্মৃতিচারণা করেছেন। তুলে ধরেছেন ব্যক্তি তাজউদ্দীনের মানসলোক এবং তাঁর দেশব্রতী ও কর্মযোগী সত্তার নিবিড় পরিচয়।