সালেহা বেগম আছর নামাজের সিজদায় গিয়েছেন। এমন তাজিমের সাথে জবুথবু হয়ে উবু আছেন যেন আল্লাহতায়ালা তার সামনেই বেত নিয়ে বসে আছেন। নিয়মের সামান্য অনিয়ম হলেই ছপাৎ ছপাৎ মেরে দিবেন। লম্বা সময় পার হয়ে গেল। উনি সিজদাতেই আছেন। দেহ মন পুরোটাই আল্লাহর ওয়াস্তে ঢেলে দিয়েছেন। না দিয়ে উপায় কী? পুতের বউ এর নির্যাতন সহ্য করার চেয়ে চোখ-কান বন্ধ করে সিজদায় পড়ে থাকা উত্তম। সালেহা বেগম ভয়ে আছেন কখন পুতের বউ রেবেকা সুলতানা বালতি ভরে পানি এনে তার উপর ঢেলে দেন। দিলে দিবে আর কী করার আছে? মানুষ তার নিয়তির হাতের পুতুল।
কমলাটা না থাকায় কুসুমের উপর কাজের চাপ খুব বেশি। কাজের ফাঁকে ফাঁকে বার কয়েক দরজা থেকে ডেকে গেছে কুসুম, ও দাদি এইবার উডইন, আর কত সিজদায় পইডা থাকবাইন?