বই এর প্রথম ফ্লাপ
শিশু থেকে বৃদ্ধ, রবীন্দ্রনাথ সবার। স্নিগ্ধ বুদ্ধিদীপ্ত কৌতুক ছিল কবির খুউব প্রিয়। এ বইয়ের, পাতায়
পাতায় বিশ্বকবির গল্প আর গল্প ।
নন্দিনী আর নন্দিতা, দুই নাতনির
সঙ্গে রবি ঠাকুরের সরস সম্পর্কের অজানা কাহিনি। শিক্ষক রবীন্দ্রনাথের প্রকৃতি, আনন্দ আর শিক্ষার আশ্চর্য মেলবন্ধন ঘটানোর জাদুকথার। ছেলেমেয়েদের মনে দীপ জেলে দিতে আর ওদের চিন্তা-কল্পনাশক্তিকে বাড়িয়ে তুলতে কবির নিত্যনতুন খেলার গপ্পো। কবি, গল্পকার, গল্প-বলিয়ে, ছড়াকার, নাট্যকার, অভিনেতা রবীন্দ্রনাথের সঙ্গে আজকের ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দেবে এই বই। শুধু পড়াবে না, পৌঁছে দেবে অচিনপুরের দেশে। খোঁজ দেবে গুপ্তধনের। ভাবাবেও। শুধু বাচ্চাদের নয়, বড়দেরও। অমৃতের সন্ধান শুধু নয় এ বই সবাইকে জাদুগাড়িতে পৌঁছে দেবে
কল্পরাজ্যে। এ বই বাচ্চাদের।
বড়োদেরও।