একই সঙ্গে বেদনা ও হাসি, বহুমানুষের বিচিত্র জীবনলীলার একটা জীবন্ত ছবি। উৎপল দত্তের নাটকে আমাদের চোখের সামনে দুলতে থাকে। ফলে তাকে পড়তে পড়তে নতুন করে আবিষ্কার করতে হয়।
...এই গ্রন্থাবলির পাঠকরা, নাটকগুলি পড়তে পড়তে উৎপল দত্তের বিশাল পৃথিবীর অলিগলি আবিষ্কার করতে পারবেন। বুঝতে পারবেন কেন উৎপল দত্ত নিজেই একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছেন। বুঝতে পারবেন বাংলা প্রগতিশীল ও রাজনৈতিক আন্দোলন ও নাট্য আন্দোলনের ধারাকে যে-ঐশ্বর্য তিনি দিয়েছেন তার তুলনা কেন সহজে মেলে না।