বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
"রক্ত ফোঁটা ফোঁটা" বইয়ের ফ্ল্যাপের অংশবাংলা সাহিত্যে ক্রাইম গল্পের সংকলন নতুন কিছু নয়। কিন্তু এই বইটি প্রথম ১৯৭৩ সালে যখন প্রকাশিত হয়েছিল তখন ব্যাপারটা হয়তাে নতুনই ছিল। তা ছাড়া এই ধরনের কোনও সংকলনে গল্প ছাড়াও নভেলেট বা উপন্যাসের জাগয়া পাওয়াটাও ছিল অভিনব। সবচেয়ে বড় কথা, প্রতিষ্ঠিত কোনও লেখকের লেখা এই সংকলনে নেওয়া হয়নি। লিখেছেন তারাই যারা বেশিরভাগ সময়ে রহস্য-রােমাঞ্চগােয়েন্দা গল্প নিয়ে ভাবতেন, ক্রাইম কাহিনির যেসব এক্সকুসিভ পত্রপত্রিকা তখন ছিল, সেসবের নিয়মিত লেখক ছিলেন। অর্থাৎ, রহস্য কাহিনির ন’জন একনিষ্ট লেখক। তাদের লেখার সেরা ন’টি নমুনা হাজির করেছেন এই সংকলনে। সংকলনের গল্প-উপন্যাসগুলাের সবচেয়ে বড় গুণ হল, আজ—চল্লিশ বছর পরেও, লেখাগুলাে একইরকম আধুনিক। বৈচিত্র আর আন্তরিকতায় সিঞ্চিত এই সংকলন। ১৯৭৩ সালে পাঠকের আদর পেয়েছিল, আজও পাঠকের কাছে আদরের হয়ে উঠবে আশা করি। এক কথায় এই সংকলন রহস্য-গােয়েন্দা সাহিত্যের একটি দলিল। আপনার ব্যক্তিগত জরুরি বইগুলাের পাশে এই ‘দলিল’ অবশ্য থাকা উচিত।
Report incorrect information