বিবাহ অনুষ্ঠান প্রায় শেষের পথে। বন্ধু জীনানের বিয়ের অনুষ্ঠানে এসে ছিল কথক। একটু পরে বিয়ের অনুষ্ঠানে আগত মেহমানদের মেহমানদারী করা হবে। কথকের মনে পরলো সারার কথা। হঠাৎ মনে হল হয়তো আজই সারার বিয়ে হচ্ছে। কাউকে কিছু না বলেই উঠে দাড়ালো কথক। কয়েক দিন আগে দেয়া সারার চিঠিটা পড়া হয়নি। কারন কথকের বিশ্বাস চিঠি পড়া হলে আর তার মজা থাকে না। সবার কাছ থেকে একটু দূরে গিয়ে সারার চিঠিটা চোখের সামনে মেলে ধরে মনটা আর খারাপ হয়ে গেল। চিঠিতে লেখা-
কথক,
আমার দূর্ভাগ্য যে তোমার মত একটা আধা পাগলের সাথে আমার পরিচয় হল। এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছি, বাবা-মায়ের পছন্দ করা পাত্রের সাথে বিয়েতে মত দেব। কারণ তোমার কাছে থাকলে আমিও পূর্ণ পাগল হয়ে যাব। আগামী পূর্ণিমার রাতে আমার বিয়ে হবার কথা আছে। ইচ্ছে হলে দুর থেকে আমাকে - একবার দেখে যেও। ভাল থেক।
ইতি
সারা