জীবনে যেসব মনীষীর সঙ্গে কোনাে না কোনােভাবে সম্পর্ক ছিল, তাঁরা এ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তাদের স্মরণে আমার ব্যক্তিগত অভিব্যক্তি দীর্ঘদিন যাবত মাসিক আল বালাগে লিখে এসেছি। এই অভিব্যক্তিতে তাদের। গুণাগুণ ও বৈশিষ্ট্য এবং তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিগত ঘটনাবলি তুলে ধরার চেষ্টা করেছি। কোনাে কোনাে শুভানুধ্যায়ী ও বন্ধু লেখাগুলাে সংকলন করে প্রকাশ করার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করলেন এবং তাগিদ দিলেন। সুতরাং আমার প্রিয় ছেলে মৌলভী ইমরান আশরাফ আল বালাগের পুরােনাে পাঠকদের থেকে লেখাগুলাে সংকলন করে বইয়ের রূপ দেয়, যা এদারাতুল মাআরিফ থেকে প্রকাশ হচ্ছে।
কোনাে কোনাে বুযুর্গ অথবা ইলমী ও সাহিত্য ব্যক্তিত্বের সম্পর্কে লেখার ইচ্ছে ছিল। কিন্তু সুযোেগ করতে না পারায় তাঁদের সম্পর্কে কলম ধরতে পারিনি। সুতরাং এই সংকলনে বর্তমান যুগের গুরুত্বপূর্ণ কোনাে ব্যক্তিত্বের আলােচনা যদি না থাকে তাহলে কখনও এটা মনে করবেন না যে, তাদের উপেক্ষা করা হয়েছে। বরং আমার ব্যস্ততার কারণেই ইছে। থাকা সত্ত্বেও অনেকের ওপর কলম ধরতে পারিনি। আল্লাহ তাআলা এই সংকলনকে পাঠকদের জন্য উপকারী বানিয়ে দিন। আমীন।