কংশনগর রামনগর শ্যামনগর মুরাদনগর।
অত:পর আনন্দনগর। আহ আনন্দ।
আনন্দনগর-
আমার আনন্দনগর। আমার আনন্দনগর।
এখানে আমি এই মাটি আমার এখানকার বৃক্ষ তরুলতা ঘর-বাড়ি পাড়াপড়শী খাল-পুকুর নদী, প্রিয় গোমতী নদী আমার।
আহ্ আনন্দ। আমার প্রিয় আনন্দনগর।
এখানে প্রত্যুষের মোরগের ডাক আমাকে শিহরিত করেছিলো। এখানকার বাঁশঝাড় নারকেল আম জাম কাঁঠাল আর পাখিদের কলতান আমাকে শিহরিত করেছিলো। এখানে আমি বেড়ে ওঠেছিলাম। এখানে আমার বাল্যকাল গেছে। আমি বাবার কোলে করে গিয়েছিলাম প্রাথমিক বিদ্যালয়ের মাঠে-ক্লাশ কক্ষে। আমি পড়েছিলাম প্রথম অক্ষর ফিরোজ স্যার আর রাখাল স্যারের মুখে মুখে।