বাড়ির সামনে সরু গলির মােড়ে মিঠুন দাড়িয়ে এদিক
'ওদিক তাকায়। বড় রাস্তা অনেকটা ফাকা। ফেরিওয়ালাদের তেমন গুনজন নেই। অথচ সকাল-বিকেল ফেরিওয়ালাদের হাকডাকে গলি গম গম করে। চালতা আচার, বরই আচার, আলুর দম, ঝালমুড়ি, ভাপাপিঠা, চটপটি কত রকমের জিনিস নিয়ে রাস্তার দু'পাশে বসে পড়ে বিক্রেতারা। দুপুরের দিকে ভিড় কমে যায়। একটু পর এক আইসক্রিমওয়ালা আইসক্রিম বলে হাকতে হাকতে মিঠুনের কাছে আসতে থাকে। দেখে মিঠুনের কচি মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। ও শার্টের পকেট থেকে পাচ টাকার একটি চকচকে কয়েন বের করে। কয়েনটা হাতে নিয়ে আনন্দে ওপর দিকে ছুড়ে ছুড়ে খেলতে থাকে। কয়েনটা সকালে ওর ছােট কাকা ওকে দিয়েছে। মিঠুন তার মাথা টিপে দিয়েছিল। এটা তারই বখশিস। সেই থেকে মিঠুনের মন ছুটে যায় আইসক্রিমের দিকে। কতদিন ওর আম্মুর কাছে বায়না ধরেছে আইসক্রিম কিনে খাওয়ার জন্যে। কিন্তু কিছুতেই অনুমতি মেলে নি।