ব্রিটিশ কূটচালে বঙ্গভঙ্গ, অতঃপর ভঙ্গ-বঙ্গে দ্বিজাতি তত্ত্বের পিছনে ছিল উগ্র ধর্মীয় জাতীয়তাবাদ প্রতিষ্ঠার এক নোংরা ইতিহাস। যেখানে নিজ জাতি-সত্তাকে খাটো করে ধর্মীয় উগ্রতাকে বড় করে দেখা হয়েছে। হিন্দু- মুসলিম উভয়ে মানুষ হিসেবে সম্প্রীতির বন্ধনে না থেকে ধর্মের জন্য আলাদা দেশ গঠন করে ছিন্ন করা হয় আবহমান কালের মধুর বন্ধন। বন্ধন ছিন্ন করার ফলে লাখ লাখ মানুষ জন্মভিটা ত্যাগ করে পশ্চিম থেকে পূর্ব এবং পূর্ব থেকে পশ্চিমবঙ্গে যায় আসে। এসব ধর্মীয় উগ্রবাদী মূর্খ দানবদের হৃদয় কখনো কেঁপেছে বলে মনে হয় না দেশান্তর গমন ব্যথায়। কিন্তু যাদের হৃদয় কাতর হয়েছিল জন্মভিটা ফেলে চলে যাওয়ায়, যাদের মন ভেঙেছিল টুকরো কাচের মতো, সে রকম এক পরিবার চলে যায়, নিজ জমি, ভিটা সব ফেলে। এতদিন যারা বসবাস করছিল একে অপরের সাথে প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে।