Category:বাংলা কবিতা
বঙ্গ আমার! জননী আমার!
বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ,
কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ!
কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ!
সপ্ত কোটি সন্তান যার ডাকে উচ্চে 'আমার দেশ'।
কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ!
সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন 'আমার দেশ'!
উদিল যেখানে বুদ্ধ-আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার,
আজিও জুড়িয়া অর্ধ-জগৎ ভক্তিপ্রণত চরণে যাঁর;
অশোক যাঁহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি-শেষ
তুই কি না মা গো তাঁদের জননী! তুই কি না মা গো তাঁদের দেশ?
Report incorrect information