কাজ-অকাজের কথা
গল্পটা পাগলা গারদ নিয়ে।
এক ভদ্রলোক গিয়ে দেখেন, ঘরে বসে অনেকজন মিলে ভাবে-ভঙ্গিতে সাইকেল চালাচ্ছেন। কাল্পনিক হাতল চেপে ধরে কেউ রয়েছেন ঝুঁকে, কেউ বা মেরুদণ্ড খাড়া করে পেডাল করছেন সাবধানে। একজনই শুধু চুপচাপ বসে আছেন, নিবাত নিষ্কম্প দীপশিখার মতো। ভদ্রলোক তাঁকে জিগেস করলেন, সংসারে সবাই