আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
গাড়ি থেকে নেমেই মেমসাহেব হাসলেন। এমন হাসি হাসতে জানে যারা তাদের মুখে কথা না বললেও চলে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। কি করা উচিত বুঝতে পারছি না। সবে মাত্র গাইডের চাকরিটা পেয়েছি। অভিজ্ঞতা বলতে পেশা জীবনে দেশের আনাচে-কানাচে ঘুরে দেখা আছে। গাইড হিসাবে আর কি করতে হয় জানি না। পথ চিনি মাত্র। আমি অনুগত প্রজার মত কুর্ণিশ করলাম। মেমসাহেব আবার হাসলেন। আমি মুখ কাচুমাচু করে গাড়ির দিকে এগিয়ে গেলাম ব্যাগপত্র নামানোর জন্য।
কিন্তু একি উনি আমার দিকে একটা ফুলের তোড়া এগিয়ে দিয়ে বললেন, আমার গাইডের সূচনা দিনে আপনাকে স্বাগতম। আমার অবাক হবার কথা কিন্তু অবাক হতে পারছি না। কি জানি এ লাইনের কি সব নিয়ম। হাসি মুখে ফুল গ্রহণ করব নাকি আমারো কিছু বলা উচিৎ? ভাবার সময় পেলাম না।