মোস্তফা সাহেবের পোস্টিং হলো বিশ্বনাথ থানায়। সিলেট জেলায় অন্তর্ভুক্ত। পুলিশে চাকরি করার সুবাদে সপরিবারে দেশ ভ্রমন তার একরকম অভ্যাস হয়ে গেছে। এর আগে ছিলেন রাজবাড়ি থানায়। এবার পোস্টিং অর্ডার পেয়েই আগে পরিবার পাঠিয়ে দিয়েছেন বিশ্বনাথে। এরপর নিজস্ব কিছু ফরমালিটিজ পালন করে আজ তিনি রওনা হলেন বিশ্বনাথের উদ্দেশ্যে।
বিশ্বনাথে পোস্টিং হওয়ায় মোস্তফা সাহেব বেশ খুশি খুশি মনেই আছেন। সিলেট জেলা বৃষ্টির শহর। ভাবতেই মন ভালো হয়ে যায়। পোস্টিং এর বিষয়টা যদিও হুকুম তবুও সেই হুকুম পালনে যদি মনে সন্তুষ্টি আসে, তা তো নিঃসন্দেহে আনন্দপূর্ণ বিষয়। মোস্তফা সাহেবকে পরিচিত লোকেরা জানেন মোস্তফা দারোগা নামে। পদে দারোগা আর নাম মোস্তফা দুয়ে মিলে হলো মোস্তফা দারোগা। তবে বিশেষণযুক্ত এই নাম একদিনে হয়নি। সময়, সাধনা, ত্যাগ সব কিছুই আছে এই নামে। মুক্তিযুদ্ধের পর পর পুলিশে যোগদান করেছিলেন একজন কন্সটেবল হয়ে।