হালকা ত্বকের অধিকারিণী সুইটনেসের গর্ভ থেকে জন্ম নেয় মেয়ে লুলা অ্যান ব্রাইডওয়েল।মেয়ের অসম্ভব কালাে ত্বকের কারণে বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়।মায়ের অবহেলা আর বঞ্চণার মধ্য দিয়ে বড় হয় মেয়ে।শুধু মায়ের ভালোবাসা পাওয়ার জন্য একজন নির্দোষ শিক্ষককে শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করে লুলা অ্যান।প্রচণ্ড শক্ত মনোবলে জীবনে সফল হয়ে ওঠা মেয়ে নিজের নামটাও ছোট করে ফেলে-ব্রাইড।সমান্য ভুল বোঝাবুঝি থেকে তার প্রেমিক বুকারের সঙ্গে সাময়িক বিচ্ছেদ ঘটে।বুকারকে খুজতে বের হয়ে আরো কিছু জটিল অভিজ্ঞার ভেতর দিয়ে এগোয় ব্রাইড।পারস্পরিক ব্যাখ্যার ভেতর দিয়ে ভুলের সমাপ্তি;হারানো আর বড় প্রাপ্তির শেষ হয় 'গড হেল্প দ্য চাইল্ড' উপন্যাসের ঘন আখ্যান।কাহিনীকে আত্নস্থ করার ব্যাপারে মরিসন যথেষ্ট কল্পনাশ্রয়ী।তার উপস্থাপিত জগতও যথেষ্ট কঠিন এবং পরিশীলিত।অতি মাত্রায় বিবাদি উপাদানকে খোলামেলাভাবে উপাস্থাপন করার পক্ষপাতি নন তিনি।উপন্যাসে ব্যবহৃত মরিসনের ভাষা কাব্যিক ও ব্যঞ্জনাময়।এই ভাষার মাধ্যমেই তিনি তুলে ধরেন আরাধ্য ইস্পিত জগতের প্রতিচ্ছবি।টনি মরিসনের উপান্যাসের জগত মূলত কৃষ্ণাঙ্গদের জগত।শ্বেতাঙ্গদের উপস্থিতি জোরালো না হলেও কৃষ্ণাঙ্গদের জগত যে কোনো দিক দিয়ে অপূর্নাঙ্গ নয় সে কথা তিনি বুঝিয়ে দিয়েছেন তার উপন্যাসের প্রায় সবটুকুতে কৃষ্ণাঙ্গ জীবন উপস্থাপন করে।টমি মরিসনের বিশাল জগতের বিস্তৃত বয়ানে উঠে এসেছে কৃষ্ণাঙ্গদের জীবনের এক বিরাট অংশ।এই দিক থেকে বিবেচনায় সাহিত্য সমলোচকেরা তাকে উইলিয়াম ফকনারের সাথে তুলনা করেছেন।মরিসেনর কাহিনীর এক বিরাট অংশ জুড়ে রয়েছে কৃষ্ণাঙ্গ উপাখ্যানের উপস্থিতি।গল্পের ধারাবাহিকতা অতি মোলায়েম সুরে তিনি বলে যান কৃষ্ণাঙ্গ নারীদের নিগ্রহের বয়ান,কৃষ্ণাঙ্গ জীবনের স্মৃতিমেদুর অতীত কথা।
Toni Morrison was awarded the Nobel Prize for Literature in 1993. She is the author of several novels, including The Bluest Eye, Beloved (made into a major film), and Love. She has received the National Book Critics Circle Award and a Pulitzer Prize. She is the Robert F. Goheen Professor at Princeton University.