Category:#5 Best Seller inসমাজ, সভ্যতা ও সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ
"বাঙালি মুসলমানদের মন" বইটির সম্পর্কে কিছু কথা:
অনেক নাস্তিক শেষ পর্যন্ত আস্তিকে পরিণত হয়েছে এরকম ভুরিভুরি লােকের নাম আমি জানি। কিন্তু আবুল ফজল সাহেবের মত লােক যিনি সারাজীবন নাস্তিকতার পুরােহিতের ভূমিকা পালন করে গেছেন; তিনি ক্ষমতার কাছাকাছি আসতে না আসতেই কোনরকম ব্যাখ্যা-বিশ্লেষণ না দিয়েই একটি ভিন্ন পরিচয়ে নিজেকে চিহ্নিত করতে তৎপর হয়ে উঠলেন সেটাই আমাকে সবচাইতে বিস্মিত করেছে।
এই যে হঠাৎ পরিচয় পাল্টে ফেলা তার পেছনে আমার মনে হয়েছিল একগুচ্ছ সামাজিক কারণ বর্তমান। আবুল ফজল সাহেব উপলক্ষ মাত্র, কারণ নন। বাঙালি মুসলমান সমাজের ভেতরে এমন কিছু ব্যাপার-স্যাপার আছে যেগুলাে ব্যক্তিকে কোন বিশ্বাসের বিন্দুতে স্থির থাকতে দেয় না। ডানে কিংবা বাঁয়ে হেলতে বাধ্য করে। মনের এই উত্তেজিত অবস্থাতে আমি একরাতে একটুও না থেমে বাঙালি মুসলমান রচনাটি লিখে শেষ করি।
Report incorrect information