কাঞ্চনপুর একটি সুন্দর গ্রাম। ছায়া ডাকা পাখি ডাকা আবুয়া নদীর কল কল ধ্বনিতে বয়ে চলেছে পানি। নদীর পারের গ্রাম। সুন্দর মনোরম দৃশ্য। নদীর পানিতে ভেসে বেড়ায় লাল শাপলা। জেলেরা নদীতে জাল। দিয়ে মাছ শিকার করে। জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও উপজেলার সাথে যোগাযোগ উন্নত। বিজলি বাতির দেখা না পেলেও আশে পাশে বিজলি বাতির আলোক টায় কাঞ্চনপুর বাসীর মনে আশার প্রদীপ উঁকি ঝুঁকি মারছে। আশায় বুক বাধছে কিছু দিনের মধ্যে হয়তো বা বিদ্যুৎ এসে যেতে পারে বৈকি? সেই গ্রামের বাংলাদেশের প্রথম শেণির একজন নাগরিক হিমেল।