দুই মাস আগে এই ঘরে একটা মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। ইন্দোনেশীয় জামী ছিলাে অবিবাহিতা। আগামী ছুটিতে দেশে গেলে তার প্রেমিকের সাথে বিয়ে হওয়ার কথা ছিলাে। বুড়াে কফিল সাবেক পুলিশ কর্মকর্তা। এই মৃত্যু নিয়ে তাকে কোন জবাবদিহি করতে হয় নি। রান্না ঘরের পাশে ছােট্ট একটা ঘর। -ষ্টোর রম বলা যায়। কাঠের কয়েকটি খালি বাক্স পড়ে আছে ঘরের কোণে। আরেক পাশে পুরােনাে জামা কাপড়ের ডুপ। মেঝেতে দুটি বিছানা। একটি বিছানা এখন শূন্য। সে বিছানায় জামী থাকতাে। মর্জিনা এই ঘরে এখন একা থাকে। মর্জিনা এখন ঘরের বাতি বন্ধ করে ঘুমাতে ভয় পায়। অন্ধকারে মনে হয় সিলিং ফ্যানের সাথে জামীর লাশ ঝুলে আছে। ঝুলে থাকা লাশ মর্জিনাকে ফিসফিস করে বলছে -পালিয়ে যা মর্জিনা।