তাহলে শুরু করা যাক।
তোমাকে আগেই বলেছি আমি যা বলব তুমি মনযোগসহকারে শুনবে। মাঝে মাঝে তোমার রাগ ধরে যেতে পারে, তুমি নিজেকে যেমন করে পার সংযত রাখবে। আমাকে চড়-থাপ্পর মারতে ইচ্ছে করবে, তুমি দাঁতে দাঁত চেপে সহ্য করবে। মনে রাখবে তুমি একজন অপদার্থ লোকের আত্মজীবনী লিখছ, যে অস্থিমজ্জায় একজন শুয়োরের বাচ্চা, যার জীবন গঠনে উৎকৃষ্ট বস্তু বলতে কিছু নেই। একটা কথা সব সময় স্মরণ রাখবে এখন থেকে যা বলব অনাবশ্যক কোন কথা আমি বলব না। আমি যা বলছি লিখছ তো?
– জী স্যার। -
- আমি যদি লেখার মাঝখানে একটা হাঁচিও দেই সেটাও তুমি লেখার চেষ্টা করবে।
- মনে থাকবে স্যার।
- ও হ্যাঁ, তোমার নামটা কি যেন?
- আবু মুহম্মদ কাসেমুল আলী ইবনে মহিউদ্দিন শাহান শাহ্। তবে আমি পুরো নামটা কেটে ছেটে শাহান শাহ্ রেখেছি