এই বইয়ের চরিত্রগুলাে আমাদের শহরের বিভিন্ন এলাকায় দিব্যি হেসে-খেলে বেড়াচ্ছে। কখনাে আবার তারা নিয়ন আলাের এই শহরে কিছুটা কুড়িয়ে পাওয়া জোছনার আলােয় গােপন বিষাদে অবিরত পুড়ে যাচ্ছে একটা নতুন ভােরের শহরের আশায়। কেউ কেউ আবার হাল ছেড়ে পালাচ্ছে এই ইট-কাঠের খাচা থেকে, কেউ বা আবার প্রতিদিন নতুন নতুন অভিনয়ের পাঠের আড়ালে সবকিছু মেনে নিচ্ছে ভুলে যাবার ভানে। কিন্তু তাতে এই কংক্রিটের প্লাস্টারে ঢাকা সবুজ শহরের কিছুই আসে যায় না। তারপরেও একদিন প্রচন্ড জ্যাম আর ধুলার এই অদ্ভুত শহরটাতে হয়তাে খুব হঠাৎ করেই ঝুম বৃষ্টি চলে আসে, ডুবে যায় সবকিছু সব মান অভিমান, নস্টালজিক করে ফেলে নাগরিক ভোতা প্রেমগুলােকে যে অনুভূতির কিছু জন্ম নেয় গল্প হিসেবে, আর কিছু অনুভূতিগুলােকে আমরা জোর করে চালিয়ে দেই কবিতা নামে। এক কাপ ধোয়া ওড়ানাে কফির সাথে এমন কিছু শীতল অনুভূতির। মিশেল হতে পারে হয়ত আপনার জোছনা দিনে বা বৃষ্টিরাতের এক উপভােগ্য পাঠ্য।