"চন্দ্রবিন্দু" বইটিতে লেখা ফ্ল্যাপের কথা:
‘চন্দ্রবিন্দু’ কবিতা গ্রন্থটি সহজ শব্দের কথামালা, সহজ প্রেমের ছন্দময় কাব্য। প্রেম-বিরহ-অভিমানের বুননে আবেগের নকশীকাঁথা। আবহমানকালের সর্বজনীন, শাশ্বত প্রেমই এই গ্রন্থের প্রধান উপজীব্য। শুধু নর-নারীর প্রেমে বন্দি না থেকে কবিতাগুলাে প্রবেশ করেছে মানবপ্রেম, প্রকৃতিপ্রেমের বিশাল ভুবনে। নারীর আনন্দ-বেদনা, সংগ্রাম-অসহায়ত্ব বিশেষ গুরুত্ব পেয়েছে, বােধ ও বিবেক কথা বলেছে। সেকারণেই অনিবার্যভাবে এসেছে সমকালীন আর্থ-সামাজিক প্রেক্ষাপট, জীবনের টানাপােড়েন, বিষাদ, অভিমান, দ্বন্দ্ব-বিচ্ছেদ, একাকিত্ব...আর সবকিছু ছাপিয়ে ফুটে উঠেছে মনের গহিনে সযত্নে লালিত প্রেম, হৃদয়ের আকুলতা প্রকাশ পেয়েছে প্রতিটি কবিতায়। প্রেমের এই সহজবােধ্য কবিতাগুলাে পাঠকের কাছে পৌছানাের ক্ষুদ্র প্রয়াস হলাে ‘চন্দ্রবিন্দু’।